প্রধানমন্ত্রীর সাধের বুলেট ট্রেন ছুটবে কিন্তু কৃষকদের বিক্ষোভ শুরু হল গুজরাটেই!
আমেদাবাদ- মুম্বাই বুলেট ট্রেন চালু করতে সবথেকে বেশি তৎপর হয়েছেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রীর সাধের বুলেট ট্রেনের বিরুদ্ধে যখন বিজেপির আঁতুড়ঘর গুজরাটের কৃষকরা রুখে দাড়ান তখন?
সূত্রের খবর, বুলেট ট্রেন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে সোমবার প্রতিবাদে সরব হলেন গুজরাটের কৃষকরা। তাঁদের অভিযোগ, অত্যন্ত স্বল্প সময়ে নোটিস দিয়ে জমি অধিগ্রহণের ফতোয়া জারি করা হয়েছে। ওই প্রকল্প রূপায়ণের জন্য ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন রবিবার সংবাদপত্রে নোটিস দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের বৈঠকে ডেকেছিল।
নোটিসের বক্তব্য ছিল, "ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের বৈঠক।" এতেই ক্ষুব্ধ হন কৃষকরা। কৃষকদের অভিযোগ, "প্রথম পর্যায়ের কোনও আলোচনাই হয়নি। ফলে দ্বিতীয় পর্যায়ের আলোচনা প্রশ্ন আসছে কোথা থেকে?"
কৃষকরা আলোচনা সভাস্থলে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবী, প্রথম পর্যায়ের বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানাতে হবে কর্তিপক্ষকে। এছাড়াও বৈঠকের আগের দিন নোটিস দিয়ে সবাইকে ডাকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন কৃষকরা। তড়িঘড়ি নোটিশের ফলে সব ক্ষতিগ্রস্ত কৃষক জানতেও পারেননি প্রথম নয় দ্বিতীয় বৈঠক হতে চলেছে!!
Loading...
কোন মন্তব্য নেই