কাজে পুনর্বহালের দাবিতে ভুখ হরতালের হুঁশিয়ারি শ্রমিকদের।
নজরবন্দি, আসানসোলঃ ঘটনাসূত্রে গতবছর পুজোর আগে
ইসিএল কর্তৃপক্ষ সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত ২২৬৮ জন ঠিকা শ্রমিককে তাদের
কোম্পানির টেন্ডার পুনর্নবিকরণ না হওয়ার কারণে ছাঁটাই করে৷
এরপর থেকেই ওই ২২৬৮জন কর্মী তাদের কাজে পুনর্বহালের
দাবিতে অধিকার ইউনিয়নের ছাতার তলায় আন্দোলন শুরু করে৷ শেষপর্যন্ত লাগাতার
আন্দোলনের চাপে ও রাজ্যের প্রশাসনিক তৎপরতায় ইসিএল কর্তৃপক্ষ ওই ঠিকা শ্রমিকদের
নিয়োগের বার্তা দিতে নতুন করে টেন্ডার ডাকার আশ্বাস দেয় গত দুমাস আগেই৷ কিন্তু সময় ও
নদীতে জল অতিবাহিত হয়ে গেলেও ছাঁটাইকৃত
ঠিকা শ্রমিকেরা আজো তাদের কাজ ফেরত না পাওয়ায় মঙ্গলবার থেকে তারা জেলা শাসকের
দপ্তরের সামনে ভুখ হরতালে বসার প্রস্তুতি নেই৷
ইতিমধ্যে জেলা শাসকের দপ্তর থেকে ঠিকা
শ্রমিকদের জানানো হয়,আগামী ১৯ তারিখে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকের আয়োজন
করা হয়েছে৷ এই প্রেক্ষিতে অধিকার ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৯ তারিখ বিকেল চারটে পর্যন্ত সমস্যার সমাধান না হলে তারা ভুখ হরতাল
আন্দোলনে সামিল হবেন৷
Loading...
কোন মন্তব্য নেই