সলমনের জন্য বিশেষ সিদ্ধান্ত আদালতের।
নজরবন্দি ব্যুরোঃ কৃষ্ণসার হরিণ শিকার মামলায়
জামিনে মুক্ত সলমন খানের জন্য বিশেষ সিদ্ধান্ত নিল আদালত। মামলা চলাকালীন তার
দেশের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা তুলে নিল যোধপুর আদালত।
কৃষ্ণার হরিণ হত্যা মামলায় এই মুহূর্তে জামিনে
মুক্ত রয়েছেন সলমন খান। তাঁর জামিন মঞ্জুরের শর্ত গুলির মধ্যে একটি ছিল, মামলা
চলাকালীন সময়ে নায়ক যেতে পারবেন না দেশের বাইরে। কিন্তু অভিনয়ের প্রয়োজনে তাঁকে
অনেক কাজের সূত্রে বিদেশে শুটিং-এ যেতে হয়। এই কথা জানিয়ে ফের আদালতের দ্বারস্থ
হয়েছিলেন সলমন।
কাজের প্রয়োজনে দেশের বাইরে যাওয়ার আবেদন
জানিয়ে আদালতে যান অভিনেতা। আজ যোধপুর আদালতের তরফে তাঁর সেই আবেদন মঞ্জুর করে
জানানো হয়, কাজের প্রয়োজনে দেশের বাইরে যেতে পারবেন সল্লুভাই।
Loading...
কোন মন্তব্য নেই