Header Ads

রানিগঞ্জের উপদ্রুত এলাকায় ক্ষতিপুরণের প্রতিশ্রুতি রক্ষা করলেন মেয়র৷


আসানসোলঃ মঙ্গলবার আসানসোল পুরসভার মহানাগরিক জীতেন্দ্র তিওয়ারী মহাশয় ও চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জী মহাশয় রানিগঞ্জের উপদ্রুত এলাকায় উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ৪৭টি পরিবারের হাতে আপৎকালীন দশহাজার করে টাকা ও ক্ষতিগ্রস্ত ভ্রাম্যমান ১৩জন ব্যবসায়ীর হাতে ভ্রাম্যমান ঠ্যালা তুলে দেন৷
পাশাপাশি জানান এলাকার উন্নয়ন ও জনজীবন স্বাভাবিকতার স্বার্থে পুরসভা একনিষ্ঠ ভাবে মানুষের পরিষেবাগুলি প্রদান করতে থাকবে৷একই সাথে মহানাগরিক বলেন,ঘটনা প্রেক্ষিতে এলাকায় এসে অনেক রাজনৈতিক দল ফাঁকা আওয়াজ দিয়ে গেলেও মানুষের সেবায় আমরাই একমাত্র নিয়োজিত৷তবে এলাকাবাসীরা মেয়রের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সাময়িক ক্ষতিপূরণ পেয়ে খুশি৷একই সাথে এদিন উপদ্রুত এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে যেসব সাংবাদিকেরা আহত হয়েছিলেন,তাদের হাতেও ক্ষতিপূরণের অর্থ তুলে দেন৷

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.