"মমতা ব্যানার্জী বাংলার গনতন্ত্রকে ধর্ষন করছেন!" কেন এমন বললেন মুকুল?
নজরবন্দি ব্যুরোঃ আবার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা মুকুল রায়। আজ শিলিগুড়িতে জেলা পরিষদ স্তরের টিকিট চূড়ান্ত করতে স্বপ্ননীল ভবনে উত্তরবঙ্গের ছয় জেলার বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেন মুকুল রায়।
সাংবাদিক দের সাথে কথা বলার সময় তিনি বলেন “বাংলার গণতন্ত্রকে ধর্ষণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাস। তারা বিডিও অফিস পাহারা দিচ্ছে। মনোনয়ন তোলার শুরুর দিন থেকেই আশান্তি চলছে। দেশের কোথাও এভাবে নির্বাচন হয় না।” তাঁর কথায় , “আমরা সন্ত্রাসবাদী দল নই। তাই পুলিশ বা বন্দুক নিয়ে নামতে পারব না। গণতান্ত্রিক উপায়ে এর মোকাবিলা করব।”
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের "জুন-জুলাই-আগস্ট" কথাকে ভিত্তি করে মুকুল রায় কিছুদিন আগেই বলেছিলেন বিজেপির ভয়ে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে প্রশাসন। কিন্তু ব্যাপারটা ঘটে ঠিক তার উলটো! ৩০ দিন প্রাক্কালের ঘোষণায় ১লা মে তেই ঘোষণা হয়ে যায় প্রথম দফা ভোটের।
নোমিনেশন ফাইল করতেই হিমশিম খাচ্ছে বিজেপি। অন্যদিকে সূত্রের খবর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মুকুলের ঘোষিত “৭৭ হাজার বুথেই অন্তত দুজন করে থাকা কর্মী”-র সেই তালিকা চেয়ে পাঠিয়েছে। উল্লেখ্য বিজেপিতে যোগ দেওয়ার আগে মুকুল রায় বলেছিলেন, "রাজ্যের ৭৭ হাজার বুথেই কমপক্ষে দু’জন করে কর্মী আছে তাঁর।”
সূত্রের খবর এই দাবির উপর ভরসা রেখেই বিজেপির পঞ্চায়েত নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কার্যত এরাজ্যে বিজেপির পঞ্চায়েত ভোট সেনাপতি মুকুল রায়! কিন্তু রাজ্যের একাধিক জেলা থেকে কেন্দ্রীয় নেতাদের কাছে খবর সব যায়গায় এই মুহুর্তে প্রার্থী দেওয়া সম্ভব নয়!!
সাংবাদিক দের সাথে কথা বলার সময় তিনি বলেন “বাংলার গণতন্ত্রকে ধর্ষণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাস। তারা বিডিও অফিস পাহারা দিচ্ছে। মনোনয়ন তোলার শুরুর দিন থেকেই আশান্তি চলছে। দেশের কোথাও এভাবে নির্বাচন হয় না।” তাঁর কথায় , “আমরা সন্ত্রাসবাদী দল নই। তাই পুলিশ বা বন্দুক নিয়ে নামতে পারব না। গণতান্ত্রিক উপায়ে এর মোকাবিলা করব।”
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের "জুন-জুলাই-আগস্ট" কথাকে ভিত্তি করে মুকুল রায় কিছুদিন আগেই বলেছিলেন বিজেপির ভয়ে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে প্রশাসন। কিন্তু ব্যাপারটা ঘটে ঠিক তার উলটো! ৩০ দিন প্রাক্কালের ঘোষণায় ১লা মে তেই ঘোষণা হয়ে যায় প্রথম দফা ভোটের।
নোমিনেশন ফাইল করতেই হিমশিম খাচ্ছে বিজেপি। অন্যদিকে সূত্রের খবর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মুকুলের ঘোষিত “৭৭ হাজার বুথেই অন্তত দুজন করে থাকা কর্মী”-র সেই তালিকা চেয়ে পাঠিয়েছে। উল্লেখ্য বিজেপিতে যোগ দেওয়ার আগে মুকুল রায় বলেছিলেন, "রাজ্যের ৭৭ হাজার বুথেই কমপক্ষে দু’জন করে কর্মী আছে তাঁর।”
সূত্রের খবর এই দাবির উপর ভরসা রেখেই বিজেপির পঞ্চায়েত নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কার্যত এরাজ্যে বিজেপির পঞ্চায়েত ভোট সেনাপতি মুকুল রায়! কিন্তু রাজ্যের একাধিক জেলা থেকে কেন্দ্রীয় নেতাদের কাছে খবর সব যায়গায় এই মুহুর্তে প্রার্থী দেওয়া সম্ভব নয়!!
No comments