Header Ads

জিও নিয়ে এলো ব্যাঙ্কিং পরিষেবা! পাবেন কি কি সুবিধা? দেখে নিন একনজরে।

নজরবন্দি ব্যুরোঃ দেশে মোবাইল পরিসেবার পর এবার জিও নামল বাঙ্কিং পরিসেবায়। হাঁ এটা সত্যি যে গত মঙ্গলবার থেকে চালু হয়েছে
জিও পেইমেন্টস ব্যাঙ্ক। ২০১৫ সালে পেইমেন্টস ব্যাঙ্ক চালুর জন্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে আবেদন জানিয়েছিল।আরবিআই-এর তরফ থেকে সবুজ সংকেত পাবার পরই শুরু হল এই পরিসেবা।প্রসঙ্গত ব্যাঙ্কিং ক্ষেত্রে আগেই পা রেখেছে এয়ারটেল - পেটিএমের মতো সংস্থা। তাই শুরুতে তাদের সঙ্গেই টক্কর জিওর। কী কী সুবিধা মিলবে আসুন দেখেনি।


• পেইমেন্টস ব্যাঙ্কে যে কেউ খুলতে পারবেন সেভিংস অ্যাকাউন্ট।
• ১ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যাবে এই অ্যাকাউন্টে।
• ডেবিট কার্ড পাবেন অ্যাকাউন্টধারীরা
• এই ব্যাঙ্ক থেকে মিউচুয়াল ফান্ড বা বিমা কিনতে পারবেন গ্রাহকরা।
ছোট ব্যবসায়ীদের বিশেষ সুবিধা হবে এই ব্যাঙ্ক থেকে।
• ৫-৬ জন কর্মচারী রয়েছে এমন সংস্থা পেইমেন্টস ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারবে।
• পেইমেন্টস ব্যাঙ্কের যাবতীয় কাজ করা যাবে মোবাইল ফোনেই। ফলে বার বার ব্যাঙ্কে যেতে হবে না।
• প্রথমে জিও পেইমেন্ট ব্যাঙ্ক ডাউনলোড করে ফোনে ইন্সটল করুন।


• এর পর জিও নম্বর দিয়ে সাইন ইন করুন।
• ডেবিট কার্ড চাইলে সঠিক ঠিকানা দিন।
• আপনার দেওয়া তথ্য খতিয়ে দেখতে ওই ঠিকানায় আসবেন ব্যাঙ্কের প্রতিনিধি।
• জিও পেইমেন্ট ব্যাঙ্কের অথোরাইজেশন সেন্টারে গিয়েও ভেরিফিকেশন করাতে পারেন

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.