Header Ads

রোহিঙ্গা ইসুতে বাংলাদেশ কে সহযোগিতার আশ্বাস ভারতের।

নজরবন্দি ব্যুরোঃ সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্নায় বাংলাদেশের বিদেশ সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠকের পর ভারতের বিদেশ
সচিব বিজয় গোখলে বলেছেন রোহিঙ্গাদের প্রত্যাবর্তন এবং সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে ভারত। কারণ বেশ কিছুদিন রোহিঙ্গা ইসুতে সমস্যায় বাংলাদেশ। তিনি আরও জানিয়েছেন মায়ানমারের বাস্তুচ্যুত এই জনগণের সহায়তায় দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে ভারত। এ ছাড়া রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য ফিল্ড হাসপাতাল তৈরিতে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ভারত।

বাংলাদেশের বিদেশ সচিব শহিদুল হক বলেছেন, দ্বিপক্ষীয় সহযোগিতাপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে তাদের কথা হয়েছে। রোহিঙ্গা সমস্যা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারত যেভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে তাতে বাংলাদেশ খুশি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.