বেতন নিয়ে কি ভাবছে সরকার? চিন্তায় রাজ্যের কয়েক হাজার শিক্ষক।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শোনার পরেই এসএসকে ও এসএমএসকে-এর শিক্ষকেরা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে বেতন বাড়ানোর দাবিতে স্মারকলিপি জমা দেন বলে খবর, স্কুলগুলি চালায় ওই দফতরই। খরচ সর্ব-শিক্ষা প্রকল্প থেকে দেয় কেন্দ্রীয় সরকার। সেই টাকা শিক্ষা দফতর হয়ে আসে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে। ওই টাকা থেকে এসএসকে ও এমএসকে শিক্ষকদের বেতন মেটানো হয়। দীর্ঘদিন ধরে এসএসকে-এর শিক্ষকেরা ৫৯০০ টাকা করে বেতন পান।
প্রধান শিক্ষক পান ৬১০০ টাকা। এমএসকে-এর শিক্ষকেরা পান ৮৯৩০ টাকা করে। এমএসকে-এর প্রধান শিক্ষকের বেতন ১০ হাজার ৪০০ টাকা। জানা গিয়েছে, ওই শিক্ষকদের বেতন বৃদ্ধির লিখিত প্রস্তাব পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে শিক্ষা দফতরে পাঠানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, সামনে নির্বাচন থাকায় এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার।
প্রসঙ্গত, এখন এই রাজ্যে এমএসকে-এর সংখ্যা ১৯০০। এসএসকে-র সংখ্যা ১৬ হাজার। প্রায় ১১ লক্ষ পড়ুয়া পড়াশোনা করে দু’ধরনের স্কুলে। এসএসকেগুলিতে চতুর্থ শ্রেণি পর্যন্ত ও এমএসকেগুলিতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ দান করা হয়ে থাকে। গ্রামের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েরাই ওই সমস্ত স্কুলগুলিতে পড়তে আসে।
Loading...
কোন মন্তব্য নেই