Header Ads

বেতন নিয়ে কি ভাবছে সরকার? চিন্তায় রাজ্যের কয়েক হাজার শিক্ষক।

নজরবন্দি ব্যুরো: বর্তমানে এই রাজ্যের স্কুল গুলিতে পার্শ্বশিক্ষকের পরিমাণ প্রায় ৬ হাজারের কাছাকাছি। প্রায় এক মাস আগে পার্শ্বশিক্ষকদের রাজ্য সম্মেলনে তাঁদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শোনার পরেই এসএসকে ও এসএমএসকে-এর শিক্ষকেরা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে বেতন বাড়ানোর দাবিতে স্মারকলিপি জমা দেন বলে খবর, স্কুলগুলি চালায় ওই দফতরই। খরচ সর্ব-শিক্ষা প্রকল্প থেকে দেয় কেন্দ্রীয় সরকার। সেই টাকা শিক্ষা দফতর হয়ে আসে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে। ওই টাকা থেকে এসএসকে ও এমএসকে শিক্ষকদের বেতন মেটানো হয়। দীর্ঘদিন ধরে এসএসকে-এর শিক্ষকেরা ৫৯০০ টাকা করে বেতন পান।

প্রধান শিক্ষক পান ৬১০০ টাকা। এমএসকে-এর শিক্ষকেরা পান ৮৯৩০ টাকা করে। এমএসকে-এর প্রধান শিক্ষকের বেতন ১০ হাজার ৪০০ টাকা। জানা গিয়েছে, ওই শিক্ষকদের বেতন বৃদ্ধির লিখিত প্রস্তাব পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে শিক্ষা দফতরে পাঠানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, সামনে নির্বাচন থাকায় এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার।

প্রসঙ্গত, এখন এই রাজ্যে এমএসকে-এর সংখ্যা ১৯০০। এসএসকে-র সংখ্যা ১৬ হাজার। প্রায় ১১ লক্ষ পড়ুয়া পড়াশোনা করে দু’ধরনের স্কুলে। এসএসকেগুলিতে চতুর্থ শ্রেণি পর্যন্ত ও এমএসকেগুলিতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ দান করা হয়ে থাকে। গ্রামের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েরাই ওই সমস্ত স্কুলগুলিতে পড়তে আসে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.