Header Ads

চিত্তরঞ্জনে যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার।

নজরবন্দি, আসানসোলঃ আসানসোলের সালানপুর থানার অন্তর্গত লোয়ার কেশিয়া অঞ্চলের ছাতিম বাগান থেকে এক রেল কর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম কুনাল পাল (৩৭)। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কর্মী ছিলেন তিনি।
জানা গেছে, বুধবার ভোর রাতে ওই রেলকর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে স্থানীয় সূত্রে খবর, যুবকের স্ত্রী টিনা পাল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন৷ ঘটনা জানাজানি হতে সংসারে অশান্তি শুরু হয়৷ এরপর টিনা স্ত্রী তাদের সাত বছরের সন্তানকে নিয়ে গুসকরায় বাপের বাড়ি চলে গেলে ওই যুবক মানসিক অবসাদে ভুগতে থাকেন ও মাদকাশক্ত হয়ে পড়েন৷

মঙ্গল বার রাতেও তিনি প্রতিদিনকার মতো নেশা করতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি৷ বন্ধুরা সন্দেহ ভাজন অবস্থায় কুনালকে ছাতিম বাগানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়৷ যদিও এডিসিপি ওয়েস্ট অনামিত্র দাস জানিয়েছেন, কুনালের শাশুড়ির বক্তব্য অনুসারে কুনাল মঙ্গলবার রাত্রে ফোন করে জানায় সে আত্মহত্যা করতে যাচ্ছে৷ এরপরই কুনালের দেহ উদ্ধার হয়৷

তবে ওই এলাকায় এখনো কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি৷ পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.