Header Ads

আপার প্রাইমারির শংসাপত্র আনতে গেলেন চাকরি প্রার্থীরা! কি জানালেন আধিকারিক? #EXCLUSIVE

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগপত্রের দাবিতে রাজ্যের আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা কয়েকদিন আগেই আন্দোলন করেন। সেই সময় কমিশনের চেয়ারম্যানের সাথে দেখা করে বৈঠক করেন চাকরি প্রার্থীরা। নিয়োগপত্র সংক্রান্ত প্রতিশ্রুতিও দেওয়া হয় তখন কমিশনের তরফে। কিন্তু ফের সেই নিয়ে আশঙ্কা এবং জটিলতা দেখা দিল।
নিয়োগপত্রের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। কিছুদিন আগে কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠকে তাদের বলা হয়, চাকরি প্রার্থীদের দাবি মেনে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। সেই সময় এও বলা হয় যে খুব শীঘ্রই তাদের হাতে তা দেওয়া হবে। তবে এরপর রাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাওয়ায় সেই কাজ পিছিয়ে যায়।

এই অবস্থায় একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, চলতি মাসের ৯-১০ তারিখে শংসাপত্র দেওয়া হবে। সেই খবরের ওপর ভিত্তি করে চাকরি প্রার্থীরা দক্ষিণ ২৪ পরগণার রিজিওনাল অফিসে গেলে সেখান থেকে তাদের সাথে একপ্রকার অসম্মান সূচক আচরণ করে ফিরিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন আপার প্রাইমারির চাকরি প্রার্থী হবু শিক্ষকরা।

চাকরি প্রার্থীদের দাবি, রিজিওনাল অফিসের আধিকারিকরা জানিয়ে দেন, তাদের কাছে এই ধরণের কোনো খবর নেই। এমনকি চেয়ারম্যানের 'প্রতিশ্রুতি' অনুযায়ী চাকরি প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার বিষয়টিও সম্পূর্ণ অজানা তার। কবে আপারের সেই সার্টিফিকেট দেওয়া হবে তা নিয়েও কোনো খবর নেই তাদের কাছে। শুধুশুধু চাকরি প্রার্থীরা অফিসে এসে বিব্রত করছেন তাদের, বলেন আধিকারিকরা।
এরপরেই আপার প্রাইমারির শংসাপত্র কবে দেওয়া হবে সেই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় চাকরি প্রার্থীদের মধ্যে।




সংবাদ মাধ্যমের 'ভুল' খবরের ওপর ভিত্তি করে চাকরি প্রার্থীরা রিজিওনাল অফিসে গেলে সেখানে নতুন বিভ্রান্তির সম্মুখীন হন তারা। পঞ্চায়েত ভোট মিটে গেলে তাদের হাতে নিয়োগ পত্র দেওয়া হবে এমন আশ্বাস ইতিপূর্বে দেওয়া হলেও রিজিওনাল অফিসের আধিকারিকদের কথায় ফের অনিশ্চয়তায় ভুগতে শুরু করলেন প্রার্থীরা। আদৌ পঞ্চায়েত নির্বাচন মিটে গেলে তাদের সমস্যা সমাধানের পথে হাঁটবে কি কমিশন? সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন উচ্চ প্রাথমিকের শিক্ষক পদপ্রার্থীদের কাছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.