রাম নবমীর হিংসায় ক্ষয়ক্ষতি! ক্ষতিপুরণের কাজ শীঘ্র শুরুর আশ্বাস দিলেন আসানসোলের মেয়র।
নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে রামনবমীর শোভাযাত্রা কে কেন্দ্র করে আসানসোল শহর উত্তাল হয়ে উঠেছিল।বোম গুলির আওয়াজে আসানসোল শহরের এক অন্য রুপ দেখেছিল শহরবাসী।বিভিন্ন জায়গায় ঘরে আগুন লাগানো থেকে শুরু করে ভাঙ্গচুর করা হয়।
সবথেকে বেশী ক্ষতিগ্রস্ত হয় আসানসোল পোরনিগমের ২৭ নং ওয়ার্ড।চাঁদমারী,শ্রীনগর,রামকৃষ্ঞ ডাঙ্গাল এলাকায় বিভিন্ন বাড়ী ভাঙ্গচুর করা হয়।ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল,স্বেচ্ছাসেবী সংঘটন,মানবাধিকার সংঘটন এসেছিল।আসানসোল পৌরনিগমের মেয়র জীতেন্দ্র তিওয়ারী ঘোষনা করেছিলেন ক্ষতিগ্রস্ত এলাকার বাড়ী মেরামত পৌরনিগম করে দেবে পাশাপাশী ক্ষতিগ্রস্ত পরিবারদের এক কালিন ১০ হাজার টাকা দেওয়া হবে।
আজ সকালে আসানসোল পৌরনিগমে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন মেয়রের সাথে দেখা করে মেরামতির কাজ তাড়াতাড়ী শুরু করার অনুরোধ জানান। মেয়র জীতেন্দ্র তিওয়ারী তাদের আশ্বাস দেন আগামীকাল থেকে মেরামতির কাজ শুরু হবে।আর্থিক সাহায্য খুব শীঘ্র দেওয়া শুরু করা হবে। অন্যদিকে এলাকাবাসীরা জানায় সাংসদ বাবুল সুপ্রীয় ঘটনার সময় আশ্বাস দিয়েছিলেন কিন্তু তারপর থেকে আর কোন যোগাযোগ করেন নি।
সবথেকে বেশী ক্ষতিগ্রস্ত হয় আসানসোল পোরনিগমের ২৭ নং ওয়ার্ড।চাঁদমারী,শ্রীনগর,রামকৃষ্ঞ ডাঙ্গাল এলাকায় বিভিন্ন বাড়ী ভাঙ্গচুর করা হয়।ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল,স্বেচ্ছাসেবী সংঘটন,মানবাধিকার সংঘটন এসেছিল।আসানসোল পৌরনিগমের মেয়র জীতেন্দ্র তিওয়ারী ঘোষনা করেছিলেন ক্ষতিগ্রস্ত এলাকার বাড়ী মেরামত পৌরনিগম করে দেবে পাশাপাশী ক্ষতিগ্রস্ত পরিবারদের এক কালিন ১০ হাজার টাকা দেওয়া হবে।
আজ সকালে আসানসোল পৌরনিগমে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন মেয়রের সাথে দেখা করে মেরামতির কাজ তাড়াতাড়ী শুরু করার অনুরোধ জানান। মেয়র জীতেন্দ্র তিওয়ারী তাদের আশ্বাস দেন আগামীকাল থেকে মেরামতির কাজ শুরু হবে।আর্থিক সাহায্য খুব শীঘ্র দেওয়া শুরু করা হবে। অন্যদিকে এলাকাবাসীরা জানায় সাংসদ বাবুল সুপ্রীয় ঘটনার সময় আশ্বাস দিয়েছিলেন কিন্তু তারপর থেকে আর কোন যোগাযোগ করেন নি।
No comments