দ্রুত ফল প্রকাশ সহ একাধিক দাবিতে আবার চাকরী প্রার্থীদের আন্দোলন কলকাতায়!
নজরবন্দি ব্যুরো: দ্রুত ফল প্রকাশ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে আবার উত্তাল হল কলকাতার সল্ট-লেক এলাকা। চাকরী প্রার্থীদের দাবি WBGDRB এর দ্রুত ফল প্রকাশ করতে হবে।
চাকরী প্রার্থীরা বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে এই বিক্ষোভ আন্দোলন শুরু করেন। তাঁদের দাবি গুলি:
১। নতুন কাট-অফ মার্কস কেন চালু হল তার ব্যাখ্যা চাই।
২। প্রতিনিধি সংখ্যা কেন বাড়ল তাঁর জবাব চাই।
৩। তাড়াতাড়ি ফাইনাল মেরিটলিস্ট চাই।
৪। এখনও কেন ইন্টারর্ভিউ হচ্ছেনা তাও জানাতে হবে।
৫। রেজাল্ট রেড়ি ঘোষণার পরও কেন এই সব আইন বহির্ভূত কাজ চলছে।
মিছিল শুরুর প্রথম থেকে পুলিশ এই শান্তিপূর্ণ আন্দোলনকে আটকাতে থাকে বলে অভিযোগ চাকরী প্রার্থীদের। তাঁদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয় বলেও দাবি করেছে চাকরী প্রার্থীরা।
চাকরী প্রার্থীরা বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে এই বিক্ষোভ আন্দোলন শুরু করেন। তাঁদের দাবি গুলি:
১। নতুন কাট-অফ মার্কস কেন চালু হল তার ব্যাখ্যা চাই।
২। প্রতিনিধি সংখ্যা কেন বাড়ল তাঁর জবাব চাই।
৩। তাড়াতাড়ি ফাইনাল মেরিটলিস্ট চাই।
৪। এখনও কেন ইন্টারর্ভিউ হচ্ছেনা তাও জানাতে হবে।
৫। রেজাল্ট রেড়ি ঘোষণার পরও কেন এই সব আইন বহির্ভূত কাজ চলছে।
মিছিল শুরুর প্রথম থেকে পুলিশ এই শান্তিপূর্ণ আন্দোলনকে আটকাতে থাকে বলে অভিযোগ চাকরী প্রার্থীদের। তাঁদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয় বলেও দাবি করেছে চাকরী প্রার্থীরা।
No comments