রাম নবমী কাণ্ডে রানিগঞ্জের মৃত ও আহতের পরিবারের সাথে দেখা করলেন দিলীপ ঘোষ৷#Exclusive
আসানসোলঃ—শুক্রবার রানিগঞ্জের রামনবমী কাণ্ডে মৃত ও আহতের পরিবারের সাথে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷প্রসঙ্গত রাম নবমী কাণ্ডে রানিগঞ্জে অশান্তির জেরে বড়বেড়িতে অবস্থানরত মৃত মহেষ মণ্ডল ও আহত সঞ্জয় সিংহ আহত হয় বলে খবরে প্রকাশ৷শুক্রবার রানিগঞ্জে এসে ওই দুই পরিবারের সাথে দেখা করেন দিলীপ ঘোষ৷
পরিবারগুলিকে আশ্বস্ত করার পর সংবাদ মাধ্যমের সামনে বলেন প্রশাসনের ব্যর্থতার কারণেই রানিগঞ্জ ও আসানসোলে অপ্রীতিকর ঘটনা ঘটেছে৷এই দায় প্রশাসনকেই নিতে হবে৷পাশাপাশি রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শাসক দলের গুণ্ডা বাহিনীর দাপটে তাদের প্রার্থীরা যে মনোনয়ন করতে পারছেনা,সেই বিষয়েও অভিযোগ করেন তিনি
৷একই সাথে উদাহরণ স্বরূপ বাঁকুড়ার ঘটনা তুলে ধরেন তিনি৷তবে তাদের প্রার্থীরা যে শাসক দলের চোখ রাঙানিকে ভয় পায়না,সেই বিষয়টি পরিষ্কার করে বলেন—৯তারিখের মধ্যেই মনোনয়ন জমা পড়বে এবং জনগণ ভোটে এর উপযুক্ত জবাব দেবে৷এর পরেই তিনি জেকেনগরে পার্টি মিটিংএর উদ্দেশ্যে রওনা দেন বলে খবর৷
https://youtu.be/A3-keUpaJiA
পরিবারগুলিকে আশ্বস্ত করার পর সংবাদ মাধ্যমের সামনে বলেন প্রশাসনের ব্যর্থতার কারণেই রানিগঞ্জ ও আসানসোলে অপ্রীতিকর ঘটনা ঘটেছে৷এই দায় প্রশাসনকেই নিতে হবে৷পাশাপাশি রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শাসক দলের গুণ্ডা বাহিনীর দাপটে তাদের প্রার্থীরা যে মনোনয়ন করতে পারছেনা,সেই বিষয়েও অভিযোগ করেন তিনি
৷একই সাথে উদাহরণ স্বরূপ বাঁকুড়ার ঘটনা তুলে ধরেন তিনি৷তবে তাদের প্রার্থীরা যে শাসক দলের চোখ রাঙানিকে ভয় পায়না,সেই বিষয়টি পরিষ্কার করে বলেন—৯তারিখের মধ্যেই মনোনয়ন জমা পড়বে এবং জনগণ ভোটে এর উপযুক্ত জবাব দেবে৷এর পরেই তিনি জেকেনগরে পার্টি মিটিংএর উদ্দেশ্যে রওনা দেন বলে খবর৷
https://youtu.be/A3-keUpaJiA
No comments