আর মাত্র কয়েক ঘণ্টা। বেলা ২টোয় রায় দান সলমন এর জামিনের।
নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার যোধপুর সেশনস কোর্টে সলমন খানের জামিনের আবেদন স্থগিত রেখেছিলেন বিচারক। আজ পূর্বঘোষণা মতো
শনিবার সকালে বসে আদালত। আজ রায় দেবেন আদালত। যে ভাইজানের জামিন হবে কি না।রায় দান হবে বেলা ২টোর পর।এদিনের শুনানিতে ফের জামিনের পক্ষে জোর সওয়াল করেন সলমনের আইনজীবী। পালটা সওয়ালে উত্তাপ বাড়ান বিষ্ণোই সমাজের আইনজীবীও। তবে শনিবারের বিচারপ্রক্রিয়া নিয়ে যদিও প্রাথমিকভাবে জটিলতা দেখা দেয়।
জানা যায়, যে বিচারক সলমনের জামিনের মামলার শুনানি করছেন শুক্রবারই তাঁর বদলির নির্দেশিকা জারি হয়েছে। বদলি করা হয়েছে গোটা রাজস্থানে আরও ৮৬ জন বিচারককে। ফলে বিচারক রবীন্দ্র কুমার জোশি মামলাটি শুনবেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়।
শনিবার সকালে বসে আদালত। আজ রায় দেবেন আদালত। যে ভাইজানের জামিন হবে কি না।রায় দান হবে বেলা ২টোর পর।এদিনের শুনানিতে ফের জামিনের পক্ষে জোর সওয়াল করেন সলমনের আইনজীবী। পালটা সওয়ালে উত্তাপ বাড়ান বিষ্ণোই সমাজের আইনজীবীও। তবে শনিবারের বিচারপ্রক্রিয়া নিয়ে যদিও প্রাথমিকভাবে জটিলতা দেখা দেয়।
জানা যায়, যে বিচারক সলমনের জামিনের মামলার শুনানি করছেন শুক্রবারই তাঁর বদলির নির্দেশিকা জারি হয়েছে। বদলি করা হয়েছে গোটা রাজস্থানে আরও ৮৬ জন বিচারককে। ফলে বিচারক রবীন্দ্র কুমার জোশি মামলাটি শুনবেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়।
No comments