Header Ads

মুকুল ম্যাজিক ভ্যানিশ? বিজেপিতে সব থাকলেও মমতা নেই! প্রতিবুথে ২ জনের সেই তালিকা তলব নেতৃত্বের!

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচন আসন্ন। প্রতিবার পঞ্চায়েত নির্বাচনের মতই এবারেও শুরু হয়েছে নমিনেশন প্রক্রিয়া থেকেই হিংসা প্রতিহিংসার রাজনীতি। ইতিমধ্যেই হিংসার বলি এক বিজেপি প্রার্থী। অন্যদিকে মমতার মাস্টারস্ট্রোকে বেশামাল বঙ্গ বিজেপি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের "জুন-জুলাই-আগস্ট" কথাকে ভিত্তি করে মুকুল রায় কিছুদিন আগেই বলেছিলেন বিজেপির ভয়ে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে প্রশাসন। কিন্তু ব্যাপারটা ঘটে ঠিক তার উলটো! ৩০ দিন প্রাক্কালের ঘোষণায় ১লা মে তেই ঘোষণা হয়ে যায় প্রথম দফা ভোটের।
নোমিনেশন ফাইল করতেই হিমশিম খাচ্ছে বিজেপি। অন্যদিকে সূত্রের খবর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মুকুলের ঘোষিত “৭৭ হাজার বুথেই অন্তত দুজন করে থাকা কর্মী”-র সেই তালিকা চেয়ে পাঠিয়েছে। উল্লেখ্য বিজেপিতে যোগ দেওয়ার আগে মুকুল রায় বলেছিলেন, "রাজ্যের ৭৭ হাজার বুথেই কমপক্ষে দু’জন করে কর্মী আছে তাঁর।”

সূত্রের খবর এই দাবির উপর ভরসা রেখেই বিজেপির পঞ্চায়েত নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কার্যত এরাজ্যে বিজেপির পঞ্চায়েত ভোট সেনাপতি মুকুল রায়! কিন্তু রাজ্যের একাধিক জেলা থেকে কেন্দ্রীয় নেতাদের কাছে খবর সব যায়গায় এই মুহুর্তে প্রার্থী দেওয়া সম্ভব নয়!!


অন্যদিকে আসন্ন পঞ্চায়েতে ৫৮৬৯২ টি বুথে ভোট গ্রহন হবে। মুকুল বড় ভরসা, প্রতি বুথে তাঁর লোক আছে। কিন্তু প্রশ্ন হল সেই লোক কোথায়? মুকুল বাবু বারবার অভিযোগ করছেন তাঁর প্রাক্তন দল তথা তৃণমূল সন্ত্রাস করে প্রার্থী দিতে দিচ্ছে না! এই যুক্তি তো "যুগ যুগ" ধরে বিরোধীরা করে এসেছে? তাহলে কোথায় মুকুল ম্যাজিক, প্রশ্ন বিজেপির একাংশের কর্মীদের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.