বিজেপিতে যোগদান অব্যাহত মেদিনিপুরে, এবার গেলেন তৃণমূলের ব্লক সভাপতি।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে নিজেদের শক্তি বৃদ্ধিতে তৎপর রাজনৈতিক দলগুলি। বাম কংগ্রেস কে ছাপিয়ে নিজেদের প্রধান বিরোধী দলের যায়গায় নিয়ে যাওয়ার অদম্য চেষ্টা অব্যাহত বিজেপির।
সেই চেষ্টার ফল ফলল আজকেও। মিষ্টি মুখের পাশাপাশি দল বদল ঘটল এবার পশ্চিম মেদিনিপুরে। আজ মেদিনিপুরের খড়গপুরে তৃণমূল এবং সিপিআইএম ভেঙে বেশ কিছু নেতা কর্মী যোগ দিলেন বিজেপিতে।তৃণমূল কংগ্রেসের খড়গপুর ১ নম্বর ব্লকের সভাপতি, তথা খড়গপুর ১ নম্বর ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ দেবাশিস ভুঁইয়া যোগদেন বিজেপিতে।
পাশাপাশি এলাকার সিপিআইএমের প্রাক্তন লোকাল কমিটির সদস্য বিশ্বজিৎ গুঁইনও যোগ দেন গেরুয়া শিবিরে। তাঁদের হাতে পদ্ম শোভিত দলীয় পতাকা তুলে দেন বিজেপির-র জেলা সভাপতি শমিত দাস। চলে মিস্টিমুখ।
সেই চেষ্টার ফল ফলল আজকেও। মিষ্টি মুখের পাশাপাশি দল বদল ঘটল এবার পশ্চিম মেদিনিপুরে। আজ মেদিনিপুরের খড়গপুরে তৃণমূল এবং সিপিআইএম ভেঙে বেশ কিছু নেতা কর্মী যোগ দিলেন বিজেপিতে।তৃণমূল কংগ্রেসের খড়গপুর ১ নম্বর ব্লকের সভাপতি, তথা খড়গপুর ১ নম্বর ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ দেবাশিস ভুঁইয়া যোগদেন বিজেপিতে।
পাশাপাশি এলাকার সিপিআইএমের প্রাক্তন লোকাল কমিটির সদস্য বিশ্বজিৎ গুঁইনও যোগ দেন গেরুয়া শিবিরে। তাঁদের হাতে পদ্ম শোভিত দলীয় পতাকা তুলে দেন বিজেপির-র জেলা সভাপতি শমিত দাস। চলে মিস্টিমুখ।
No comments