Header Ads

সলমন দোষী সাব্যস্ত হওয়ায় আটকে রইল বেশ কিছু ছবি। জানুন কি কি ছবি।

নজরবন্দি ব্যুরোঃ কৃষ্ণসার হরিণহত্যা মামলায় সলমন দোষী সাব্যস্ত হওয়ায় মাথাই হাত বলিউড প্রযোজকদের। কারণ বেশ কিছু ছবি
মুক্তির অপেক্ষায় রয়েছে ভাইজানের। ইতিমধ্যেই শুটিং শুরু রেস ৩-র। ছবিতে সলমন ছাড়াও রয়েছে ববি দেওল, জ্য়াকলিন ফর্নান্ডেজ, অনিল কাপুর। ছবির পরিচালক রেমো ডিসুজা।

এবছরের ১৪ জুন ইদের দিন ছবিটি মুক্তির পাওয়ার কথা। ভাইজানের পরবর্তী ছবি 'ভরত' যেখানে একজন সাধারণ নাগরিকের ভূমিকায় থাকছে সলমন। ছবিটির শ্যুটিং শুরু হবার কথা মে মাসের শেষ নাগাত।পাঞ্জাব সহ দেশের বিভিন্ন জায়গায় ছবির শ্যুটিং চলার কথা। এছারও আসতে চলেছে দাবাং সিরিজের ছবি দাবাং-৩। ফলে এত গুলো ছবির পেছনে বেশ বড় অঙ্কের টাকা লাগানো আছে।

এবার সলমন কে যদি জেলে যেতে হয় তাহলে প্রযোজকদের কি অবস্থা তা সহজেই অনুমেয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.