Header Ads

মহাভারতে ইন্টারনেট খুঁজে পাওয়ার পর এবার পুরাকালে ভারতীয় মহিলাদের সৌন্দর্য রহস্য উদঘাটন করলেন বিপ্লব!

নজরবন্দি ব্যুরোঃ প্রথমে বলেছিলেন মহাভারত এর যুগে ইন্টারনেট ব্যাবস্থা ছিল। এবার বললেন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা গুলি সব প্রহসন নাহলে ডায়না হেডেন কখন ও বিশ্ব সুন্দরী র খেতাব জিততে পারে।
শুধু এখানেই থেমে থাকেননি তিনি ডায়না র সঙ্গে ঐশ্বর্য রাই এর তুলনা করেন বলেন ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব জিতেছিলেন ঐশ্বর্য রাই। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সুন্দরী দের তিনিই তুলে ধরেছেন। বিশ্ব সুন্দরী হওয়ার যোগ্য দাবিদার ছিলেন রাই এমনই মন্তব্য করেন বিপ্লব দেব।

এখানেই থেমে থাকেননি তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও বলেন, পুরনো দিনে ভারতীয় মহিলারা কখনও কসমেটিকস ব্যবহার করতেন না। চুল ধোয়ার জন্য ভারতীয় মহিলারা শ্যাম্পু র বদলে মেথির জল ব্যবহার করতেন। মাটি দিয়ে স্মান করতেন। কিন্তু, যাঁরা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করেন, তাঁরা এক একজন ‘কসমেটিকস মাফিয়া’। ভারতীয় বাজারে কসমেটিক বিক্রি করতেই তারা ওই পথ বেছে নিচ্ছে বলেও মনে করেন করেন বিপ্লব দেব।

বিপ্লবের কথায় ঐশ্বর্য রাই বিশ্ব সুন্দরী হতে পারেন কারণ বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি ভারতীয় সুন্দরীদের তুলে ধরেছেন। কিন্তু ডায়না হেডেন এর কি সৌন্দর্য আছে যে তিনি বিশ্ব সুন্দরী হতে পারেন বলে মন্তব্য করেন বিপ্লব দেব।তার কথায় এগুলো প্রহসন ছাড়া র কিছুই নয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.