Header Ads

দ্রোণাচার্য,অর্জুন,খেলরত্নের মনোনয়ন দিল বিসিসিআই


নজরবন্দি, শুভব্রত মুখার্জি দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনয়ন পাঠাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ দ্রোণাচার্যর জন্য মনোনীত করা হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়কে৷ সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের প্রধান বিনোদ রাই এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।
বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মার দ্রোণাচার্য পুরস্কার পাওয়ার ক্ষেত্রে বিসিসিআইয়ের মনোনয়ন ছিল না,সেটা  ছিল  ব্যক্তিগত৷ দ্রাবিড় ছাড়াও এবার বিসিসিআই বিরাট কোহলির নাম খেলরত্নের জন্য, গাভাসকরের নাম ধ্যান চাঁদের জন্য এবং শিখর ধাওয়ান ও স্মৃতি মন্ধনার নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.