Header Ads

সবরকম সন্ত্রাস উপেক্ষা করে বড় জয় বাম-কং জুটির।

নজরবন্দি ব্যুরো: আইনি জট কাটিয়ে আজ নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এই নির্বাচনে বামেদের নিশ্চহ্ন করার প্রচার শুরু করে দিয়েছে কিছু মিডিয়া।  এমনটাই অভিযোগ এক বাম নেতার।


আর এক দিকে মিডিয়া সন্ত্রাস তার সাথে সমান তালে বেড়ে চলা রাজ্যের শাসক দলের সন্ত্রাস। সবকিছুকে উপেক্ষা করে মালদা আদিনা সমবায় হিমঘর নির্বাচনে ৫৬ টি আসনের মধ্যে ৩৬ টিতে জিতল   বাম ও কং জুটি।


এই জয় পঞ্চায়েত নির্বাচনের আগে কিছুটা স্বস্তি দেবে মানসিক দিকদিয়ে ভেঙে পড়া বাম ও কং শিবিরকে। এমনটাই মনেকরেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.