Header Ads

আসারামের যাবজ্জীবন সাজা।


নজরবন্দি ব্যুরোঃ  ২০১৩ সালে এক ষোড়শী কিশোরী জোধপুরের আশ্রমে স্বঘোষিত গডম্যান  আসারামের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনে। তারপর পকসো আইনে পুলিশ মামলা করে। সেই মামলার রায়েই এদিন সাজা শোনাল আদালত। তিনি এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। জোধপুরের আদালতে আজ তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।বাকী দুই দোষী সাব্যস্ত সঙ্গী শিল্পী ও শরদকে ২০ বছরের জেল হাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আসারামের মুখপাত্র জানিয়েছেন, আদালতের রায়ে তারা হতাশ। উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আবেদন করা হবে। আসারাম সব বাকী দুই দোষীকে বিচারক ১ লক্ষ টাকা করে জরিমানাও করেছেন। রায় ঘোষণার পরে নির্যাতিতার বাবা জানান বিচারব্যবস্থার উপরে আমাদের আস্থা ছিল। আমরা বিচার পেয়ে খুশি। গত চারমাস ধরে আমরা পরিবার নিয়ে রাস্তায় বেরোতে পারিনি। আমাদের হুমকি দেওয়া হয়েছে। ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। তবে এদিনের রায় আসারামের বিরুদ্ধে যাওয়ায় আমরা খুশি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.