Header Ads

হাড়হিম হুমকির লড়াই! অনুব্রত-র মৃত্যু প্রসঙ্গ! কিসের ইঙ্গিত দিলেন মুকুল?


নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনে দ্বিতীয় দফার মনোনয়নে শাসক দলের বিরুদ্ধে লাগামহীন সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিজেপির বঙ্গ ব্রিগেড। রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে গেরুয়া বাহিনী। অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থও হয় তারা। কিন্তু হঠাৎই একেবারে উল্টো সুর শোনা গেল বিজেপি নেতা মুকুল রায়ের গলায়।

নির্বাচনে মনোনয়ন জমা বাড়ানোর দিন নিয়ে আদালত আর কোনোরকম হস্তক্ষেপ করবে না, এই মর্মে কংগ্রেস ও বিজেপির করা মামলা খারিজ করে দেয় বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চ। এরপরেই আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা মুকুল রায় জানান, আর আদালতে যাবে না বিজেপি। তিনি বলেন, লড়াই হবে নির্বাচনে।


এদিন মুকুল রায়ের মুখে শোনা যায় এক ভিন্ন সুর। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল প্রসঙ্গে মুকুল বলেন, "শুনেছি ওর মাথায় নাকি অক্সিজেন কম যায়। তাই ওকে বিব্রত কম করাই ভালো।" এরপরেই তাঁকে বলতে শোনা যায় এক বিতর্কিত কথা। অনুব্রতকে নিয়ে মুকুল বলেন, "কোন দিন কি ঘটে যাবে, সেই মৃত্যুর দায়টা আমার ঘারে এসে পড়বে।"
এখানেই বিতর্ক সৃষ্টি হয় তাঁর উক্তিতে। হঠাৎ নির্বাচনে লড়াই-এর ইঙ্গিত দিয়ে তার পরেই অনুব্রত-মৃত্যু প্রসঙ্গে কেন গেলেন মুকুল? এই নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছে না তৃণমূল শিবির।
উল্লেখ্য দুদিন আগেই বাইকে অস্ত্র নিয়ে ঘোরা প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেছিলেন "গ্রামে দা, বটি, কাটারিতে শান দেওয়ার যায়গা নেই, তাই বাইকে চড়ে শান দিতে বেরিয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.