Header Ads

অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন গৌতম গম্ভীর।


নজরবন্দি ব্যুরোঃ  আই পি এল এ আর দিল্লি দলের অধিনায়ক  থাকবেন না গৌতম গম্ভীর! ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করেছেন। তাঁর জায়গাতে আইপিএল-এ বাকি ম্যাচগুলিতে দিল্লির অধিনায়কত্ব করবেন  তরুণ শ্রেয়স আইয়ার। গম্ভীর বলেন, "এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। দলের জন্য যতটা করার প্রয়োজন ছিল আমি তা করতে পারিনি। 
একজন কর্তব্যপরায়ণ ক্যাপ্টেন হিসেবে আমাকেই এই , এটাই সরে দাঁড়াবার উপযুক্ত সময়।"সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর আরও বলেন, "দল যেখানে দাঁড়িয়ে, তার সম্পূর্ণ দায় আমার। আর সেটা ভেবেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শ্রেয়স আইয়ার এবার দায়িত্ব নেবেন। আমার মনে হয় আমাদের দল এই পরিস্থিতি থেকেও ছবিটা পাল্টে দিতে পারে"।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.