প্রার্থী পদ প্রত্যাহার করতে পারে সিপিআই(এম) ও কংগ্রেস!
নজরবন্দি ব্যুরো: কংগ্রেস ও সিপিআই(এম) প্রত্যাহার করে নেবে মনোনয়ন? পঞ্চায়েতের আগে সিপিআই(এম)-এর জোট জল্পনা বাড়তে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠকে এই জোট নিয়ে আলোচনাও হতে পারে বলে জানা গিয়েছে।
আলোচনা ফলপ্রসূ হলে সিপিআই(এম) ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে প্রার্থী-পদ প্রত্যাহার করে একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে পঞ্চায়েত ভোটে লড়তে পারে বলে খবর।
গত কাল বাম নেতা গৌতম দেব কংগ্রেসের সঙ্গে জোট বার্তা আবার উশকে দেন। পার্টি কংগ্রেসে সিপিআই(এম) কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়টিতে সিলমোহর দেয়। তারপরই গৌতম-বাবুর এই প্রস্তাবকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি জানান কংগ্রেসের তরফে সিপিআই(এম)-এর সঙ্গে জোট গড়ে লড়তে তাঁদের কোনও অসুবিধা নেই ।
গত কাল বাম নেতা গৌতম দেব কংগ্রেসের সঙ্গে জোট বার্তা আবার উশকে দেন। পার্টি কংগ্রেসে সিপিআই(এম) কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়টিতে সিলমোহর দেয়। তারপরই গৌতম-বাবুর এই প্রস্তাবকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি জানান কংগ্রেসের তরফে সিপিআই(এম)-এর সঙ্গে জোট গড়ে লড়তে তাঁদের কোনও অসুবিধা নেই ।
Loading...
কোন মন্তব্য নেই