দাদাসাহেব ফালকের পর আবার নতুন সম্মান পেলেন রনবীর সিং। যা আজ পর্যন্ত কোন বলিউড অভিনেতার নেই।
নজরবন্দি
ব্যুরোঃ বলিউড অভিনেতা রনবীর সিং এর
মুকুটে নতুন পালক যুক্ত হল। তাঁর নামে চালু হল আস্ত একটি ট্রেন! ট্রেন টির নাম
রাখা হয়েছে 'রণবীর অন ট্যুর'। তবে ভারতে নয়, এই ট্রেন টি চালু হচ্ছে সুইজারল্যান্ডে। সুইস ট্যুরিজিম এই প্রথমবার কোনও ভারতীয় বলিউড সেলেব্রিটির নামে একটি ট্রেনের নাম নামাঙ্কিত হল।
পাশাপাশি, সুইটজারল্যান্ডে রণবীরের ভক্ত সংখ্যা চরম।
সেখানে রণবীর সিং এর জনপ্রিয়তা চোখে পড়ার মত। আর সেই বিষয়টিকে নজরে রেখেই সুইজ প্রশাসন ট্রেনটির নাম রেখেছে এই বলিউড তারকা রণবীর সিং এর নামে। উল্লেখ্য, এই ট্রেনটি সুইটজারল্য়ান্ডের গোল্ডেন লাইন হয়ে সুইজ আল্পস পর্যন্ত যাবে। এই ঘটনা কে কেন্দ্র করে বলিউডে হইচই পরে গিয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই