Header Ads

বেতন বৈষম্যে ১ নম্বর পশ্চিমবঙ্গ! “এক দেশ এক সংবিধান হলে” বেতন কেন এক হবে না?

নজরবন্দি ব্যুরো: পিছিয়ে আছে পশ্চিমবঙ্গ। এখানে ছাত্র-শিক্ষকের অনুপাত বেশি।পার্শ্ব-শিক্ষক, এস এস কে , এম এস কে শিক্ষকের বেতনও কম। দেশের বাকি রাজ্য থেকে এই দুটি বিষয়ে পিছিয়ে থাকায় রাজ্যকে চিঠি পাঠিয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।
চিঠির সঙ্গে রাজ্যের স্কুলশিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে একাধিক বিষয়ের খামতির পরিসংখ্যান। সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রাথমিকে যেখানে বাকি রাজ্যে ছাত্র-শিক্ষকের অনুপাত ২৪:১, পশ্চিমবঙ্গে তা ২৮:১। উচ্চ প্রাথমিকে দেশের অন্য রাজ্যে ছাত্র, শিক্ষকের অনুপাত২৭:১ ।
পশ্চিমবঙ্গে ৩৫:১ অনুপাতে ছাত্র, শিক্ষক রয়েছে। অপরদিকে বেতন বঞ্চনাতে দেশের বাকি রাজ্যকে হারিয়ে সামনের সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ।
পরিসংখ্যান অনুসারে পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুলে কর্মরত পার্শ্ব-শিক্ষকরা পান ৫ হাজার ৪০০ টাকা।
উচ্চ প্রাথমিকে পশ্চিমবঙ্গে পার্শ্ব-শিক্ষকের বেতন ৭ হাজার ৪২৫ টাকা। বাকি রাজ্যের পার্শ্ব-শিক্ষক-সহ এস এস কে, এস এস কে শিক্ষকদের ন্যূনতম বেতন শুরু ১৫ হাজার টাকা থেকে।
কেন এমন বেতন বৈষম্য হবে। যেখানে এক দেশ ও এক সংবিধান, সেখানে কেন থাকবে এই বৈষম্য। কেন রাজ্য সরকার এই নিয়ে ভাববে না? আর এই  ভাবেই ক্ষোভ উগরে দিলেন এক স্কুল শিক্ষক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.