Header Ads

বিজেপি করলেই সরকারি চাকরি? তথাগতর 'রায়' নিয়ে চিঠিতে নতুন প্রশ্ন রাজনৈতিক শিবিরে।


নজরবন্দি ব্যুরোঃ রাজনৈতিক দলের একজন কর্মীর জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সুপারিশ করছেন এক রাজ্যপাল। এরকম ঘটনা খুব কমই ঘটতে দেখা যায়। তবে সেই বিরল ঘতনাই ঘটিয়ে দেখালেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। এরাজ্যের এক বিজেপি কর্মীর হয়ে তদবির করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে।
গত ১৪ মার্চ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে একটি চিঠি লেখেন তথাগত রায়। সেখানে তিনি পশ্চিমবঙ্গের বেসরকারি সংস্থায় কর্মরত সর্বদমন রায় নামে এক ব্যক্তির হয়ে বলেন, সর্বদমন বাবু ত্রিপুরায় সরকারি চাকরিতে যোগ দিতে আগ্রহী। এমনকি ওই চিঠিতে তাঁর নিজের সাথে ওই ব্যক্তির ঘনিষ্ঠতার কোথাও উল্লেখ করেছেন ত্রিপুরার রাজ্যপাল। তাঁর এই চিঠির পরেই নৈতিকতার প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির।
একজন দায়িত্বপূর্ণ রাজ্যপাল কি করে রাজ্যের এক বিশেষ রাজনৈতিক দলের কোনো ব্যক্তির জন্য এই তদবির করেন? প্রশ্ন তুলেছে বাম রাজনৈতিক দল এবং অন্যান্যরাও। যদি ওই সুবিধা জনৈক সর্বদমন বাবু পান তাহলে রাজ্যেও অন্যান্য বাসিন্দারা কেন পাবেন না? রাজ্যপালের সঙ্গে পরিচিতি থাকলে কি পাওয়া যায় বিশেষ সুবিধা? এমনকি সরকারি চাকরির ক্ষেত্রেও মিলতে পারে রাজ্যপালের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির সহায়তা? এই ধরণের পক্ষপাতিত্ব কি করে করেন রাজ্যপাল? একাধিক প্রশ্ন তথাগতর দিকে ছুঁড়ে দিয়েছে বিরোধী শিবির।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.