২৩ বছর পর 'কলঙ্ক" নিয়ে ফিরছে এই জুটি!
নজরবন্দি ব্যুরোঃ সব জল্পনার অবসান ঘটিয়ে আবার এক সাথে কাজে ফিরছেন মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। ছবির নাম কলঙ্ক। পরিচালক অভিষেক বর্মন। করার কথা ছিল সঞ্জয় দত্ত ও প্রয়াত
অভিনেত্রী শ্রীদেবীর। কিন্তু, শ্রীদেবীর মারা যাওয়ার পর ছবিতে মাধুরী দীক্ষিত সই করেন। এরপর থেকেই জল্পনা শুরু হয়, মাধুরী ও সঞ্জয় দত্ত একসঙ্গে কাজ করতে নারাজ। আর তাই ছবিটি থেকে সরে যেতে পারেন সঞ্জয়। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে করণ জোহর কলঙ্কের একটি পোস্টার শেয়ার করেছেন। সেখানেই ছবির কাস্টিংয়ের নামও ঘোষণা করেন তিনি।আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুরের পাশাপাশি স্ক্রিন শেয়ার করছেন মাধুরী ও সঞ্জয়।
Loading...
কোন মন্তব্য নেই