Header Ads

ইন্টারনেট, স্যাটেলাইট ভারতের আবিষ্কার! 'অভূতপূর্ব' দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর।


নজরবন্দি ব্যুরোঃ ইউরোপ, আমেরিকা যতই বলুক যে ইন্টারনেট, স্যাটেলাইট তাদের দেশের আবিষ্কার, আসলে এই সব প্রযুক্তি ভারতের আবিষ্কার, অন্তত সেরকমই দাবি করলেন বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
ত্রিপুরার প্রজ্ঞা ভবনে একটি অনুষ্ঠানে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। কম্পিউটারাইজেশন অ্যান্ড রিফর্মস শীর্ষক ওই আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, লক্ষাধিক বছর আগে ভারতেই প্রথম ইন্টারনেট এবং স্যাটেলাইট প্রযুক্তি চালু হয়েছিল। তার প্রমাণ দিতে গিয়ে বিপ্লব দেব বলেন, মহাভারতের যুগেও ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার ছিল ভারতে। তা নাহলে কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা ধৃতরাষ্ট্রকে দিলেন কিভাবে সঞ্জয়?
এখানেই শেষ করেননি তিনি। ভারত ইন্টারনেট ব্যবহারে যে ইউরোপ আমেরিকার থেকেও অভিজ্ঞ সে কথা বলতে গিয়ে তিনি প্রসঙ্গ টানেন, এখনো আমেরিকার বিভিন্ন তথ্যপ্রযুক্তি কোম্পানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারতীয় ইঞ্জিনিয়াররাই। এথেকেই প্রমাণিত হয়, এইসব প্রযুক্তি ব্যবহারে ভারতের অভিজ্ঞতা ওই সমস্ত দেশ গুলির থেকেও বেশি, বক্তব্য বিপ্লব দেবের।


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.