কত পুলিস দিতে পারবেন? রাজ্য কে চিঠি নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনী আসছে? কবে ভোট? Exclusive
নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অনিশ্চয়তা কেটে গিয়ে আবার ভোট নির্ঘন্ট প্রকাশ করতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন। বিরোধীরা একাধিক বার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষে আবেদন করেছেন নির্বাচন কমিশনের কাছে। যেহেতু বিজ্ঞপ্তি বিভ্রাটের জেরে ইতিমধ্যেই নাক কাঁটা গেছে রাজ্য নির্বাচন কমিশনের তাই তাঁরা এবার তৎপর সুশৃঙ্খল ভাবে ভোট করাতে।
সেই জন্যেই হয়ত এবার রাজ্যের ডিজি সুরজিত কর পুরকায়স্থ কে চিঠি দিলেন নির্বাচন কমিশনার। সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছে পঞ্চায়েত ভোটে কত পুলিশ ফোর্স দিতে পারবে রাজ্য পুলিশ। আর ডিজি-র কাছ থেকে উত্তর আসার পরেই রাজ্যসরকারের প্রতিনিধি সৌরভ দাসের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন স্থির করবে কবে হবে ভোট আর কবে হবে গননা। রাজনৈতিক মহলের ব্যাখ্যা যেহেতু রাজ্যের হাতে পর্যাপ্ত পুলিস নেই, ফাঁকা রয়েছে প্রচুর পুলিশের পদ তাই রাজ্য প্রয়োজনের তুলনায় কম ফোর্স দিতে চাইলে কেন্দ্রীয় বাহিনীর স্মরনাপন্ন হতে পারে কমিশন।
অন্যদিকে সূত্রের খবর কমিশন ভোট নিয়ে দুটি প্রস্তাব রাজ্য সরকার কে দিয়েছে প্রথমত ১৪ আর ১৬ই মে ভোট যার গননা হবে ১৮ই মে। দ্বিতীয়ত ১৫ আর ১৭ ভোট গরহন করে গননা হবে ২০ই মে। রাজ্য চাইছে রমজান মাস পড়ার আগেই ভোট গননা হয়ে যাক। তাই এখন অপেক্ষা ডিজি-র উত্তরের, তার পরেই হবে চূড়ান্ত ফয়সালা।
Loading...
কোন মন্তব্য নেই