অনুব্রত গড়ে ব্যাপক হারে মনোনয়ন জমা পড়ল বিরোধীদের! জানেন না বিরোধীরাই!!
নজরবন্দি, বীরভূমঃ আবার খবরের শিরোনামে অনুব্রতর বীরভূম! কিছুদিন আগেই দেখা গিয়েছিল জেলাপরিষদ নিরঙ্কুশ ভাবে জিততে চলেছে তৃণমূল। ৪২ টি আসনের মাত্র একটিতে বিরোধী হিসেবে প্রার্থী দিয়েছিল বিজেপি। কিন্তু সেই নেমিনেশন পরে প্রত্যাহার করে নেয় প্রার্থী। এর পর জল অনেক গড়িয়েছে।
হাইকোর্টের নির্দেশে গত সোমবার আবার মনোনয়ন জমা নেয় নির্বাচন কমিশন। আর তার পরেই চমক! বীরভূমের একাধিক ব্লকে প্রচুর মনোনয়ন জমা পড়ল বিরোধীদের! অথচ কোন বিরোধীরাই মনোনয়ন জমা করতে ব্লক অফিসের আসেপাশে নাকি ঘেঁষতে পারেনি! তাহলে মনোনয়ন জমা দিল কে? বিজেপির অভিযোগ "মনোনয়ন জমা করেছে তৃণমূল, হাইকোর্টের কাছে স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতেি এই পদক্ষেপ।কিন্তু এমন ভাবে মনোনয়ন করা হয়েছে যার বেশিরভাগই স্ক্রুটিনির সময় বাদ যাবে।"
প্রশাসন সূত্রে খবর সিপিআইএমের পক্ষে মনোনয়ন জমা পড়েছে সব থেকে বেশি। এছাড়া বিজেপি, কংগ্রেস এমনকি নির্দলের পক্ষেও জমা হয়েছে মনোনয়ন! দুবরাজপুরের সিপিআই(এম) নেতা সাধন ঘোষ জানিয়েছেন, "মনোনয়ন দাখিল করতে যাওয়ার পথে গত সোমবার সশস্ত্র তৃণমূলী দুষ্কৃতিদের বেপরোয়া হামলার শিকার হতে হয় আমাদের প্রার্থীদের। শত চেষ্টা করেও তৃণমূল-পুলিশের যৌথ বাধার মুখে পড়ে আক্রান্ত হয়েছেন আমাদের কর্মীরা।
কোনোমতেই পৌছতে পারিনি ব্লকে। এরপরেও আমাদের নামে মনোনয়ন পড়ার পেছনে কি কারসাজি রয়েছে বুঝতে কি কারো বাকি আছে।" অন্যদিকে সিপিআইএম, বীরভূম জেলা কমিটির সম্পাদক মনসা হাঁসদা বলেন, ‘‘শান্তিপূর্ণ মনোনয়ন দেখাতেই এই পথ অবলম্বন করছে শাসকদলের লোকেরা। মানুষ-ই দেখছে কত নীচে নামতে পারে তৃণমূল।’’
Loading...
কোন মন্তব্য নেই