১৬ জুন বিশ্বকাপে ভারত-পাক মহারন। দেখে নিন ভারতের খেলা কবে কার বিরুদ্ধে?
শুভব্রত মুখার্জি: ২০১৯ ইংল্যান্ডের বিশ্বকাপে ভারত-পাক লড়াই হবে ম্যাঞ্চেস্টারের বুকে ১৬ জুন৷ দ: আফ্রিকার বিরুদ্ধে ৫ জুন সাউদাম্পটনে কোহলিরা বিশ্বকাপ অভিযান শুরু করবেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারত নামবে চতুর্থ ম্যাচে৷
কলকাতায় আইসিসি-র পাঁচদিনের চিফ একজিকিউটিভ মিটিংয়ে বিশ্বকাপ সূচি নির্ধারিত হল। ৩০ এপ্রিল ২০১৯ বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ ইংল্যান্ড এবং ওয়েলসের মাটিতে বিশ্বকাপ চলবে ৩০ মে থেকে ১৪ জুলাই৷ বিশ্বকাপের ম্যাচগুলি হবে রাউন্ড-রবিন লিগ ভিত্তিতে।
দ: আফ্রিকার বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ অভিযান শুরুর কথা ছিল ২ জুন, পরে বিসিসিআইয়ের অনুরোধে তা ৫ জুন করা হয়৷ লোধা কমিটির সুপারিশ অনুযায়ী আইপিএল ও আন্তর্জাতিক টুর্নামেন্টের মাঝে অন্তত ১৫ দিনের ব্যবধান থাকা দরকার৷ ২০১৯ আইপিএলের সম্ভাব্য সূচি ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত৷
রাউন্ড- রবিন লিগ পদ্ধতিতে ১০টি দল একে অপরের বিরুদ্ধে খেলবে৷ সেরা চারটি দল সরাসরি সেমিফাইনালে পৌঁছবে৷ প্রথম সেমিফাইনাল ৯ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে এবং দ্বিতীয় সেমিফাইনাল বার্মিংহামে ১১ জুলাই৷ ফাইনালের দিন ঠিক হয়েছে ১৪ জুলাই৷
বিশ্বকাপে ভারতের সম্ভাব্য সূচি -
৫ জুন---- দ: আফ্রিকা৯ জুন---- অস্ট্রেলিয়া১৩ জুন--- নিউজিল্যান্ড১৬ জুন---- পাকিস্তান২২ জুন---- আফগানিস্তান২৭ জুন---- ওয়েস্ট ইন্ডিজ৩০ জুন---- ইংল্যান্ড২ জুলাই----- বাংলাদেশ৬ জুলাাই---- শ্রীলঙ্কা
Loading...
কোন মন্তব্য নেই