তৃণমূলের ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন ৩।
নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েতের দ্বিতীয় দফার
মনোনয়নের দিনে বিভিন্ন জায়গায় সংঘর্ষ বাধে শাসক দল ও বিরোধীদের মধ্যে। একাধিক
জায়গায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ ওঠে। কিন্তু ক্যানিং-এ উল্টো
ঘটনা ঘটলো।
সোমবার ক্যানিং-এর বিডিও অফিসে নমিনেশন জমা
দিতে যাওয়ার পথে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে বিরোধ বাধে। হাতাহাতি শুরু হয়
দুপক্ষের মধ্যে। অভিযোগ ওঠে, কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা দেয় তৃণমূল।
এরপর তখনকার মতো পুলিশের হস্তক্ষেপে সমস্যা মেটে। কিন্তু সমস্যা আদৌ মেটেনি, তা
বোঝা যায় রাতে।
অভিযোগ, রাতে বাড়ি ফেরার পথে তৃণমূলের সুবীর
শাসমল, কৌশিক পাত্র এবং দীপঙ্কর নাথের ওপর হামলা চালায় কংগ্রেস সমর্থকরা। এই খবর
পেয়ে আরও তৃণমূল কর্মী জড়ো হলে পালিয়ে যায় ওই কংগ্রেস হামলাকারীরা। আহতদের
হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Loading...
কোন মন্তব্য নেই