Header Ads

প্রাণ সংশয়ে ভুগছেন। আজ CBI-র বিশেষ আদালতে একথা জানালেন ইন্দ্রাণী মুখার্জি।


নজরবন্দি ব্যুরোঃ   নিজের মেয়ে সিনা বোরাকে খুনের অভিযোগে ২০১৫ সাল থেকে জেলে আছেন ইন্দ্রিণী মুখার্জি এখনো বিচার চলছে। আজ তিনি সিবিআই আদালতে জানান তিনি প্রাণ সংশয়ে ভুগছেন। তিনি বলেন "আমি প্রাণ সংশয়ে ভুগছি। জেলের IG-কে আমি আমার স্টেটমেন্ট দিইনি। অন্য কাউকেও এবিষয়ে কিছু বলিনি। এপ্রিল বিকারগ্রস্ত অচৈতন্য অবস্থায় দেখা যায় তাঁকে তারপর রাত ১১টা নাগাদ বাইকুল্লা জেল থেকে হাসপাতালে নিয়ে যওয়া হয় সেখানে তাঁর মস্তিষ্কের MRI করা হয় 



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.