Header Ads

অধিকারী গড়ে উড়ল লাল নিশান! তৃণমূলকে গোহারা হারিয়ে ক্ষমতায় বামেরা। #EXCLUSIVE

নজরবন্দি, কাঁথিঃ অধিকারী গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরের কাঁথি। শাসক দলের একছত্র আধিপত্য সেখানে। কিন্তু সেই কাঁথিতেই তৃণমূলকে গোহারা হারিয়ে তাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিল বামেরা।
কাঁথি ৩ ব্লকের দইসাই সমবায় সমিতির পরিচালন কমিটির ১২ টি আসনে রবিবার নির্বাচিত হয়েছেন বাম-প্রগতিশীল প্রার্থীরা। তৃণমূল -বিজেপি এবং বামেদের মিলে মোট ৩৩ জন প্রার্থী ছিলেন। মোট ভোটার ছিলেন ৯১২ জন। আর এতেই ১২ জন বাম প্রার্থী প্রত্যকেই জিতেছেন ২৫০ ভোটের ব্যবধানে। আর জামানত জব্দ হয়েছে তৃণমূল আর বিজেপির।




সমবায় নির্বাচন হলেও পঞ্চায়েত নির্বাচনের আগে শুধু জয় নয়, রীতিমতো তৃণমূলের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পেরে উচ্ছসিত বাম শিবির। ফল ঘোষণার পরেই আবির খেলায় মেতে ওঠেন বাম প্রার্থী এবং সমর্থকরা। এই জয়ের বিষয়ে নির্বাচিত বাম প্রার্থী তথা জেলা ডিওয়াইএফআই-র নেতা ঝাড়েশ্বর বেরা বলেন, "অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে এ রায় দিয়েছেন মানুষ। এই জয় প্রমাণ করল, সুষ্ঠু নির্বাচন হলে তৃণমূল ধরাশায়ী হয়ে যাবে গোটা বাংলায়। আর বিজেপিও হারাবে অস্তিত্ব।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.