Header Ads

শোভনের কাছে মুখ্যমন্ত্রী পরাজিত ! তবু কেন নরম তৃণমূল সুপ্রিমো?

নজরবন্দি ব্যুরো: মাননীয় শোভন চট্টোপাধ্যায়কে কুর্ণিশ জানাতেই হবে। হিম্মত আছে এই মধ্য বয়স্ক নেতার!

গত প্রায় ১৫ দিন ধরে তিনি দেখিয়ে দিলেন কাকে সাহস বলে।এক বার ভেবে দেখুন, নিজের স্ত্রী ছাড়া অন্য কোনও এক মহিলাকে চুরু-লুকি না করে প্রকাশ্যে বারবার নিজের বন্ধু বলে মেনে নেওয়! এটা সাহস না থাকলে কোন মতেই সম্ভব নয়।

কিন্তু প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর মুখের উপর মেয়র এত কিছু করার পরের, কিছু ক্ষেত্রে শোভনের ডানা ছাঁটা হলেও এখুনি কেন দল থেকে তাঁকে সরিয়ে দেবার কোন উদ্যোগ নিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

আর এই বিষয়ে রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করেন, গত বিধানসভা নির্বাচনের আগে টিভির পর্দাতে নারদ কাণ্ডে যে সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রীদের ঘুষ নিতে দেখা গিয়ে ছিল তাদের মধ্যে অন্যতম মেয়র-মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আর এখানেই যত সমস্যা। যদি তৃণমূল এখন মেয়রকে দল থেকে সরিয়ে দেন তাহলে অনেক গোপন তথ্য বা প্রকাশ্যে না আসা অনেকে যুব তৃণমূল নেতার নাম চলে আসতে পারে শোভন-বাবুর সৌজন্যে।
আর সেই কথা মাথায় রেখে শোভন নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে তৃণমূল সুপ্রিমো।তাই এখনই শোভনের বিরুদ্ধে চরম কোন সিদ্ধান্ত নেবে না মুখ্যমন্ত্রী।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.