Header Ads

মার্কিন আউটসোর্স বিলের সৌজন্যে ভারতে কল সেন্টার কর্মীদের বড়সড় বিপদ!

নজরবন্দি ব্যুরোঃ ভারতে আজকের দিনে কল সেন্টারে চাকরি করেন লক্ষ লক্ষ ছেলে-মেয়ে। এবার মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত আউটসোর্স বিলের জন্য তারা হারাতে পারেন চাকরি।
বিলটিতে বলা হয়েছে, বিদেশের কল সেন্টারে যেসব কর্মী কাজ করেন তাদের লোকেশন জানাতে হবে। শুধু তাই নয় গ্রাহক তাঁর কল মার্কিন যুক্তরাষ্ট্রে সার্ভিস এজেন্টকে কল ট্রান্সফার করতে পারেন।নতুন এই বিলে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি বিদেশে কল সেন্টার খুলেছে তাদের একটি তালিকা তৈরি করা হোক। পাশাপাশি যেসব কোম্পানি দেশের বাইরে কল সেন্টার খোলেনি তাদের বিশেষ সুবিধে দেওয়া হোক।

উল্লেখ্য, গ্রাহক যদি চায় তাহলে তাঁর কল মার্কিন যুক্তরাষ্ট্রে সার্ভিস এজেন্টকে ট্রান্সফার করা হলে মার্কিন কোম্পানিটিকে নতুন করে কর্মী নিয়োগ করতে হবে। ফলে বেশিরভাগ ক্ষেত্রে কাজ পাবেন মার্কিনিরাই। অন্যদিকে, বিদেশে কলসেন্টারের কর্মী কমাতে হবে। ফলে বিদেশে কাজ চলে যাবে বহু লোকের। প্রসঙ্গত, বহু মার্কিন কোম্পানি তাদের কল সেন্টার তৈরি করেছে ভারতে। ফলে এক ধাক্কায় এদের চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.