Header Ads

রাজ্যবাসীর জন্য 'সৌভাগ্য' এনে পঞ্চায়েতের আগেই চেকমেট মুখ্যমন্ত্রীর!

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোটের আর কিছুদিন বাকি। তার আগেই মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যবাসীর মন জয় করতে নিয়ে এলেন 'সৌভাগ্য', যার আলোয় আলোকিত হবে গোটা রাজ্য।
কেন্দ্রীয় সরকারের সৌভাগ্য প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে নিখরচায় দুঃস্থ পরিবার গুলিতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হবে। জনকল্যাণ মুখী এই প্রকল্প বাস্তবায়নে ৬০ শতাংশ খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। ৩০ শতাংশ দেবে রাজ্য সরকার। বাকি ১০ শতাংশ খরচ দেবে বিদ্যুৎ বণ্টন সংস্থা।

ইতিমধ্যেই এই প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্র ১৯২ কোটি টাকা বরাদ্দ করেছে। সেই সাথে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে পারলে ৭৫ শতাংশ খরচই দেবে কেন্দ্র। আর্থিক সংগতি না থাকার ফলে রাজ্যের প্রায় ৫ লক্ষ পরিবার বিদ্যুৎ সংযোগ নিতে পারেননি। 'সৌভাগ্য' প্রকল্পে তাদের মধ্যে ২ লক্ষ ৫৩ হাজার পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেবে রাজ্য সরকার। বাকি পরিবার গুলিতেও বিদ্যুৎ পৌঁছে দিতে খুব শিগগিরই নতুন আরেকটি প্রকল্প আনছে রাজ্য সরকার, খবর সূত্রের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.