Header Ads

ভারতকে হারিয়ে অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেলো পোল্যান্ড।

নজরবন্দি ব্যুরোঃ অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের সফল আয়োজক ভারত অনেক আশায় বুক বেঁধে অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ আয়োজনের জন্য নেমেছিলেন,
কিন্তু সুক্রবার গভীর রাতে ফিফা কাউন্সিলের বৈঠকে ভারত কে পিছনে ফেলে অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেল ইউরোপিয়ান দেশ পোল্যান্ড। ফিফা-র বক্তব্য ছিল যে দেশ আয়োজন করবে সে অন্তত তিন বছর আগে প্রধান কোনও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পালন করে থাকে। পাশাপাশি গত কয়েক বছর ধরে বিশ্ব ফুটবলকে নাড়িয়ে দেওয়া বিডিং-র দুর্নীতি যেন ছুঁতে না পারে সেটাই ছিল লক্ষ্য। ভারত আর পোল্যান্ড সেই সমস্ত সর্ত পূরণ করেছিল। অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে যেভাবে ভারতীয় দর্শকরা মাঠ ভরিয়েছিলেন তাতেই মুগ্ধ হয়েছিল ফিফা।

সেই জায়গা থেকে ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে ফুটবল ফ্যানরা সকলেই আশায় ছিলেন যে হইত ভারতই পাবে এই মেগা ইভেন্ট পরিচালনার সুযোগ। কিন্তু মে মাস থেকে জুলায় মাসের মধ্যে হবে এক টুর্নামেন্ট তখন ভারতে গরম কাল। ফিফার পক্ষ থেকে এই গরমের কারণটিই ভারতের বিপক্ষে গেছে বলে জানানো হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.