Header Ads

মিড ডে মিল খেয়ে হাসপাতালে ৫০ পড়ুয়া।

নজরবন্দি ব্যুরোঃ সরকারি স্কুলে দেওয়া মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লো ৫০ জন ছাত্রছাত্রী। খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ পড়ুয়াদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। উত্তপ্রদেশের কস্তুরবা গান্ধী স্কুলের ঘটনা।
জানা গেছে, স্কুলের তরফে যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে সমস্ত পড়ুয়ারা। প্রত্যেককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাবারে বিষক্রিয়ার জেরেই এরকম হয়েছে বলে মনে করা হয়েছে। অভিযোগের তির স্কুল কর্তৃপক্ষের দিকে। ছাত্রছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনাটি জানানো হয়েছে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্ব প্রত্যেক স্কুলের মিড ডে মিলের খাবারের গুনমান পরীক্ষা করে দেখা। তারপরেও কেন এই ধরণের ঘটনা ঘটলো প্রশ্ন উঠছে সেই নিয়ে। এদিকে সরকারি তরফে প্রেস রিলিজে জানানো হয়েছে, মিড ডে মিলের খাবার পরীক্ষা করার জন্য স্কুলের প্রিন্সিপ্যাল, শিক্ষক এবং ৩ জন অভিভাবককে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। তারা প্রতি খাবার পরীক্ষা করার ১৫ মিনিট পর সেই খাবার দেওয়া হবে পড়ুয়াদের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.