Header Ads

রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি।

নজরবন্দি ব্যুরোঃ অস্বস্তিকর গরমে চৈত্রের প্রথমেই নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। দুপুর হতেই রাস্তায় বেরোলে তীব্র গরমে ঘেমে-নেয়ে কাহিল হয়ে পড়ছে মানুষ। তার মধ্যে খানিক স্বস্তির কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামি চব্বিশ ঘণ্টায় রাজ্য জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে হতে পারে ঝড় বৃষ্টি। সেই সাথে উত্তরবঙ্গের তিন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।

একই সাথে পশ্চিমের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.