Header Ads

মধ্যবিত্তের মাথায় হাত, রেকর্ড বৃদ্ধি পেতে চলেছে গ্যাস-বিদ্যুতের দাম। আচ্ছে দিন?

নজরবন্দি ব্যুরোঃ শুরু হতে চলেছে নতুন অর্থবর্ষ আর সাথে সাথেই মাথায় হাত পড়তে চলেছে মধ্যবিত্ত নিম্ন-মধ্যবিত্তদের। বাড়তে চলেছে গ্যাসের দাম। আর গ্যাসের দাম বাড়ার সাথে সাথেই বাড়তে চলেছে বিদ্যুৎ এবং ইউরিয়া তৈরির দামও!

সূত্রের খবর গত দুই বছরের তুলনায় এবারের দামবৃদ্ধি হতে পারে সর্বোচ্চ স্তরে। উল্লেখ্য, বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ে-কমে প্রতি ছমাস অন্তর। আর এই বাড়া কমা নির্ভর করে আমেরিকা, রাশিয়া এবং কানাডায় কতটা প্রকৃতিক গ্যাস অতিরিক্ত থাকছে তার উপর।

সেই হিসেবে অক্টোবর ২০১৭ - মার্চ ২০১৮ তে দাম বেড়েছিল এমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থারমাল ইউনিট) প্রতি ২.৪৮ ডলার থেকে ২.৮৯ ডলারে। আর এবার তা বেড়ে হতে পারে ৩.০৬ ডলার। ফলে দাম বাড়ার সম্ভাবনা অনেকটাই। এই প্রসঙ্গে বলতে হয় ভারতে ব্যাবহৃত গ্যাসের ৫০ শতাংশই আমদানি করতে হয় বিদেশ থেকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.