Header Ads

এবার রাজ্যের ৯৭ স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের ব্যবস্থা করতে উদ্যোগ নিল রাজ্য সরকার।

রাজ্যের আরও ৯৭টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পেতে চলেছে মেটারনিটি হসপিটালের সুবিধা।

থাকছে প্রসবের সু-বন্দোবস্ত। স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনি খবর জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যে বর্তমানে ৯১৫টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে। তার মধ্যে ১২৮টিতে প্রসবের সুবিধা রয়েছে।

ইতিমধ্যে ৯৭টি স্বাস্থ্যকেন্দ্রে এই ব্যবস্থা চালু করতে প্রয়োজনীয় নার্সিং কর্মীদের ইতিমধ্যেই নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এই সিদ্ধান্তের ফলে এই রাজ্যে মোট ডেলিভারি পয়েন্ট বা প্রসবের সুবিধা থাকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২২৫ এর কাছাকাছি।

এই বিষয়ে এক পদস্থ কর্তা বলেন, এই লক্ষ্য পূরণের জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় সংখ্যক নার্স পাঠানোর তোড়জোড় চলছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.