Header Ads

চানক্যের সুক্ষ চাল কিস্তিমাত হয়ে গেল অগ্নিকন্যার এক ফোনে!

নজরবন্দি ব্যুরোঃ শোভন চট্টোপাধ্যায় কে নিয়ে জলঘোলা চলছিল বেশ কয়েকদিন ধরে। বিজেপি যোগদানের কানাঘুষোয় হাওয়ায় ভাসছিল। বিজেপি রাজ্য নেতৃত্ব এ নিয়ে মুখে কুলুপ এঁটে বসে থাকলেও মুখ খুলেছিলেন মুকুল রায়।

মুকুল রায় বলেছিলেন "শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি দল ছাড়লে মমতা ও তৃণমূল সমস্যার পড়বে।" তৃণমূলের প্রাক্তন চানক্যের এই সুক্ষ চালে মোড়া ছোট্ট শব্দবন্ধনি ব্রেকিং নিউজ হয়ে গিয়ে রাজনৈতিক ময়দানে শোরগোল তুলেছিল শোভন চট্টোপাধ্যায়ের বিজেপি যোগদান নিয়ে। কদিন কেমন যেন মুষড়ে পড়েছিলেন মেয়র! কিন্তু দিদির একটা ফোনেই ফের স্বমহিমায় ফিরে এলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।আজ স্বমহিমায় এবং স্বমেজাজে পটাপট উত্তর দিলেন সাংবাদিকদের প্রশ্নের!

কিন্তু কিভাবে ফিরে এল তার মনের জোর মেজাজ? উত্তর মিলল তাঁর কথাতেই... "মুখ্যমন্ত্রী সোমবার আমায় ফোন করেছিলেন। আজও কথা হয়েছে দিদির সঙ্গে। উনি বলেছেন, যেভাবে কাজ করছো, করে যাও। কে কী বলল, কোন বিষয় সমানে আনল, ওসব ভাবার দরকার নেই। কোনও দিকে কান না করে শুধু মানুষের কাজ কর। সামনে অনেক কাজ। আর অবহেলা না করে দায়িত্ব পালন কর।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.