Header Ads

এবার জাতীয় সংগীত থেকে “অধিনায়ক” শব্দটি বাদ দেবার দাবী করলেন বিজেপি মন্ত্রী!

নজরবন্দি ব্যুরোঃ যে রাজনৈতিক দলের শ্লোগান ভারত মাতা কে নিয়ে। এবার সেই দলের নেতা তথা হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ দাবী তুলেছেন দেশের জাতীয় সংগীত থেকে “অধিনায়ক” শব্দটি বাদ দেওয়ার।
কারণ হিসেবে তিনি বলেছেন “অধিনায়ক অর্থে একনায়কত্বকে বোঝানো হয়। ভারত গণতান্ত্রিক দেশ। তাই জাতীয় সংগীত থেকে অধিনায়ক শব্দটি সরিয়ে দেওয়া উচিত।” কিছুদিন আগে "সিন্ধ" শব্দের পরিবর্তে "উত্তর-পূর্ব" শব্দটি আনার দাবি উঠেছিল।তিনি ছিলেন কংগ্রেস সাংসদ রিপুন বোরা। এই সমস্ত নেতা মন্ত্রী দের সাধারণ মানুষ ভোট দিয়ে পাঠিয়েছেন তাঁদের সমস্যার সমাধানের জন্য। জাতীও সঙ্গীত পালটানোর জন্য নই। সেটা তারা মনে রাখেন না সম্ভবত।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.