Header Ads

প্রেসিডেন্সিতে শ্যামাপ্রসাদের নামের ফলকে কালি লাগানো হল।

নজরবন্দি ব্যুরোঃ মূর্তির পর এবার শ্যামাপ্রসাদের নামের ফলকে কালি লাগানো হল। ঘটনাটি ঘটেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে।প্রেসিডেন্সির ২০০ বছরের ইতিহাসে যে সমস্ত কৃতীরা পড়াশোনা করেছেন,
তাঁদের নাম খোদাই করা আছে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে। সেখানে নাম ছিল শ্যামাপ্রসাদের। সেই নামফলকে এবার কালি মাখিয়ে দিল দুষ্কৃতীরা। প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া বলেন, “কাল রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের সঙ্গে আমরা কথা হয়েছে। তখনও পর্যন্ত এই ফলকে কালি ছিল না। মনে হয় আজ ভোরের দিকে ঘটনাটি ঘটেছে। শ্যামাপ্রসাদের নামফলকে কালি লাগানোর ঘটনার আমি তীব্র ভাষায় নিন্দা করছি। তবে এই ঘটনায় বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ থানায় কোনও লিখিত অভিযোগ জানাবে না। কারণ এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কোনও ছাত্রছাত্রী এই কাজ করেছে বলে আমি বিশ্বাস করি না। তবে এই ধরনের কাজ কারা করল সেই বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে খতিয়ে দেখা হবে। কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে আমি বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলব।”
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.