Header Ads

ত্রিপুরাতে আচ্ছে দিনের নমুনা! দেখুন ছবি।

নজরবন্দি ব্যুরো: দেশের ক্ষমতাতে আসার আগে নরেন্দ্র মোদী আচ্ছে দিনের কথা শুনিয়ে ছিলেন। কিছুদিন আগে ত্রিপুরাতে বামেদের দীর্ঘ ২৫ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে গেরুয়া বাহিনী। আর সেই ক্ষমতায় আসার দিন থেকে সারা রাজ্য জুড়ে চলতে থাকে গেরুয়া বাহিনীদের দাপট।
সিপিআই(এম) সমর্থকদের বাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে বাম সমর্থকদের বাড়ি ছাড়া করা, মেরে হাত-পা ভেঙে দেওয়া, কোন কিছুই বাদ দেয়নি এই গেরুয়া বাহিনী ও তাদের সহযোগী আরএসএস। অত্যাচারিত হয়ে কয়েক হাজার মহিলা বাম সমর্থক। অভিযোগ, পুলিশ অপরাধীদের ছেড়ে দিয়ে অত্যাচারিতদের জেলে ভরার পরিকল্পনা করছে। নীরব দর্শকের ভূমিকা পালন করছেন ত্রিপুরার রাজ্য পাল। উল্টে তাঁর কথাতে প্রশ্রয় পাচ্ছে অপরাধীরা।

প্রসঙ্গত, ত্রিপুরার জনবহুল রাস্তার উপর দিনের বেলায় পুলিশের উপস্থিতে বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা এক মহিলা সিপিআই(এম) সমর্থকের মাথার চুলের মুঠি ধরে মুখে ঘুসি মারছেন। আর তা নীরব দর্শকের মতন দেখছেন পুলিশ। আর এই ছবি গত কাল থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.