Header Ads

রাজ্যে এক লাখ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ব্যুরোঃ সারা দেশ জুড়ে বেকার সমস্যা বাড়ছে। এই পরিস্থিতিতে বিপুল কর্মসংস্থানের নতুন সুযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাইবার নিরাপত্তায় এক লক্ষ নতুন কর্মসংস্থান হবে রাজ্যে, জানালেন মমতা।
তথ্যপ্রযুক্তি এবং প্রশাসনিক ক্ষেত্রে কাজের সুযোগ দেওয়া হবে সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষিতদের। আর এই কারণে কলেজে স্নাতক স্তরেই এই কোর্স পড়ানো হবে। কল্যাণীর আইআইআইটি-তেই করানো হবে এই কোর্স, প্রাথমিক ভাবে এই সিদ্ধান্ত হয়েছে।

দেশ জুড়ে এখন ডিজিটাইজেশন চলছে। আর ভবিষ্যতে সাইবার নিরাপত্তায় সারা দেশকে পথ দেখাবে পশ্চিমবঙ্গই। সেই উদ্দেশ্যেই আগামি দিনে সাইবার জগতের অপরাধকে কমিয়ে আনতে শক্ত ভিত প্রস্তুত করতে শুরু করে দিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতর ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট সাহায্য করবে গোটা দেশকে, খুব শীঘ্রই সেই দিন আসবে, মনে করছেন রাজ্যের বিশেষজ্ঞরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.