Header Ads

বিকেল থেকে বজ্র বিদ্যুৎসহ ঝড়বৃষ্টি, জানালো হাওয়া অফিস।

নজরবন্দি ব্যুরোঃ গোটা সপ্তাহ ধরেই আকাশে চলছে মেঘ রৌদ্রের চাপানউতোর। সপ্তাহের শুরুতে অর্থাৎ রবিবার বৃষ্টি হলেও তার পরে আর রাজ্যে দেখা মেলেনি বৃষ্টির। এদিকে অস্বস্তির পারদ চড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গ সহ অন্যান্য এলাকাতেও। তারই মধ্যে হাওয়া অফিস জানালো আগামি ৪৮ ঘণ্টায় রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস।
ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ দুইয়ের জেরে এই ঝড়-বৃষ্টি পরিস্থিতি, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বাংলাদেশ-মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং উড়িষ্যার ওপর থাকা ঘূর্ণাবর্তের জেরে বিকেলের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া ও আরও বেশ কিছু জেলায়। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে উত্তরবঙ্গের কিছু জেলায়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.