Header Ads

নবম ও দশমের নতুন মেধাতালিকার অসঙ্গতির কথা মেনে নিল কমিশন! জোর বিতর্ক।

নজরবন্দি ব্যুরো: ক্লাস নবম ও দশমের চূড়ান্ত মেধা তালিকার লিঙ্ক আবার চালু করল কমিশন। তবে এই তালিকা আর আগের তালিকার মধ্যে বেশকিছু পার্থক্য আছে বলে অভিযোগ।
হবু শিক্ষকদের আরও অভিযোগ, কিছু-কিছু বিষয়ের ক্ষেত্রে সফল পরীক্ষার্থীদের পজিশনের পরিবর্তন হয়েছে। যা নিয়ে ক্ষোভ চাকরী প্রার্থীদের মধ্যে। আর সেই অভিযোগের মান্যতা দিয়েছেন এসএসসি-র সেক্রেটারি।

এক চাকরী প্রার্থীর কথা অনুসারে, তিনি নাকি জানিয়েছেন, "প্রথম মেধা তালিকে তৈরির ক্ষেত্রে আমাদের কিছু ভুল ছিল। তাই সেটাকে পুনরায় ঠিক করা হয়েছে।"( এই বক্তব্যের সত্যতা যাচাই করেনি নজরবন্দি ডট ইন)।

প্রসঙ্গত, নবম ও দশম-এর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের পরেই রহস্য জনক ভাবে ওই লিঙ্ক আর ওপেন করতে পারছিলেন না হবু শিক্ষকরা। তবে এই নিয়ে চিন্তিত হবার কোন কারণ নেই বলে জানিয়েছিলেন কমিশন। কমিশনের তরফ থেকে জানানো হয়ে ছিল, " কমিশনের অফিসে এয়ার সেলের নেট ব্যবহার করা হত, কিন্তু এয়ার সেল বন্ধ করে হয়ে যাবার জন্যেই এই সমস্যা"।

আর এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরেই জোর বিতর্ক ছড়ায় রাজ্য জুড়ে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.